আপনার আশেপাশের মানুষদের মধ্যে সবচেয়ে ভালো যে গুণটা দেখেছেন, তাঁদেরকে সেই গুণের মাধ্যমে চিনুন। সবচেয়ে খারাপটা দিয়ে চেনার বদলে, সবচেয়ে ভালোটা দিয়ে চেনার চেষ্টা করলে আপনি প্রত্যেকের মধ্যেই তাঁদের সেরা দিকটাকে জাগিয়ে তুলবেন, তার বিকাশ ঘটাবেন এবং সেটা গ্রহণও করতে পারবেন।